সাজু কবীর

23

বিবর্তিত অমানুষ :

এ কোন প্রতিযোগিতা আজ জীবনে জীবনে
দু’পায়ে জীবন মাড়িয়ে জীবন ছুটে খাবার সন্ধানে
প্রিয়জনহারা আর্তনাদে মানবতা থর থর কাঁপে
‘জোর যার মুলুক তার’ পাগলা ঘোড়া হয়ে ছুটে।

মানুষের পেটে আজ পশুর প্রবৃত্তি প্রখর
হাতের নখে আজ শকুনের সন্ত্রাসী ঠোঁট
মগজে-মননে অনুক্ষণ পোষে মাছরাঙা ধ্যান
দাঁতের আনন্দে কুকুরের হাড় চিবুনোর
কড়মড় আওয়াজ।

তুখোড় বাজপাখির ছো মারা লোভী চাহনি
ওত পেতে থাকা মাংসাশী ব্যাঘ্রের শানিত দাঁত
হাতির শুড়ে নদীর পার ভাঙা আওয়াজ
সবকিছু অনায়াসে লালিত হয় পেটের কামনায়;

মানুষ এখন বিবর্তিত অমানুষ ভোগের ডেরায়।