স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিদিন মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। সিলেট বিভাগে করোনায় ৬০২ জন আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ১২ জন। গতকাল শনিবার সকাল পর্যন্ত এই হিসাব জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়।
সংশ্লিষ্টরা জানান, সিলেট বিভাগে এখনও পর্যন্ত ৬০২ জন করোনাক্রান্ত হয়েছেন। তন্মধ্যে সিলেটে ২৭৪ জন, সুনামগঞ্জে ৮৯ জন, মৌলভীবাজারে ৮৩ জন ও হবিগঞ্জে ১৫৬ জন রয়েছেন। আক্রান্ত এসব ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ১২ জন। এর মধ্যে সিলেটে ৯ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন মারা যান।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম ঘটনা ঘটে ৪ এপ্রিল। মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের সাঞ্চু মিয়া নামের এক ব্যক্তি ওইদিন করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরদিন তিনি করোনা পজিটিভ ছিলেন বলে পরীক্ষায় শনাক্ত হন। করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে অবস্থানের আহবান জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, এখন বাইরে বেরোলেই বিপদ বাড়বে।