জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দ করুন – সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

10

জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) দুপুর আড়ইটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মার সভাপতিত্বে প্রতীকী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্টের ইমন আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপর্যস্ত। অনাবাসিক ছাত্ররা মেস ভাড়া ও সামগ্রিক ব্যয় নির্বাহে জর্জরিত। আমাদের দেশে বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে শিক্ষাখাতে অর্থ বরাদ্দ সংকুচিত করা হয়েছে। শাসকরা শিক্ষাকে বেসরকারিকীকরণ-বাণিজ্যিকীকরণের চূড়ান্ত দিকে নিয়ে যাচ্ছে। বক্তার শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং জাতীয় বাজেটের ২৫%শিক্ষাখাতে বরাদ্দের আহ্বান জানান।
মানব বন্ধন শেষে মহানগর ছাত্র ফ্রন্টের প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। বিজ্ঞপ্তি