সোহেল রানা
মনের সুখে লিখছে খোকন
লিখছে দারুন ছড়া,
ছড়ার ফাঁদে পড়ে তাহার
নাই যে মনে পড়া।
খিল খিলিয়ে হাসছে বসে
বই খাতা সব ফেলে,
রোজই দেখি করে এমন
মাথায় কিছু এলে।
হুতুম পেঁচার বিয়ে দিলো
গায়ে হলুদ মেখে
বাবা-মায়ে মিটিমিটি
হাসল এসব দেখে।
হাসি দেখে ঝড়ের বেগে
দিলো খোকন আঁড়ি
বাবা বলে রাগ ভাঙাতে
লাগবে নতুন গাড়ি।
সেই মোতাবেক গাড়ি হাঁড়ি
আরো নানান সাজে
ঢুকলো বাড়ি চুপিচুপি
সেইকি কারুকাজে।
বাবা-মায়ে ভাবে ছেলে
পাইনি কিছুর আঁচা
ছাদে বসে সব দেখে তার
ওহ্ কি দারুণ নাচা।