সুনামগঞ্জে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম প্রকল্পের কর্মশালা সম্পন্ন

38

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি খাতের এক কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ সরকারের অর্থায়নে ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের অপারেটর শরীফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লুৎফুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ তুরণ মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, প্রোগ্রাম অফিসার শাহনাজ মঞ্জুর, দৈনিক সিলেটের ডাকের জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান চৌধুরী, সরকারী এস সি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান, হাফিজ মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জে শিশু, নারী নির্যাতন ও বাল্য বিবাহ অনেকাংশে কমে এসেছে। বাল্য বিবাহ পুরোপুরি বন্ধ করতে হলে গ্রামগঞ্জের প্রতিটি পরিাবরের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর প্রতিকার করা সম্ভব। এ জন্য সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। একটি জাতির রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীদের ভূমিকা অপরিহার্য।