বিপরীতে হিত :
পাষাণ পাহাড় অন্তরে যার কোমল ভালোবাসা,
ঝরনাধারায় গড়ায় নদী সবুজ শ্যামল আশা।
আগুনরাঙা সূর্য-মনে কুসুমরঙা ভালো,
চাঁদের দেহে ভূষণ পরায় প্রীতিপূর্ণ আলো।
কালো মেঘের গতর গলে ধরায় ঝরে বারি,
শক্ত মাটির গর্ভ ফুঁড়ে গজায় সবুজ-সারি।
নারিকেলের শরীর জুড়ে বেজায় স্বাদু শাস,
প্রাচীর ঘেরা ঝিনুক পেটে মুক্তা করে বাস।
কাঁটার গাছে কাঁটামুকুট কাঁটায় রঙিন মেলা,
তেমনি রঙিন ড্রাগন ফল ভাসায় স্বাদের ভেলা।
বাহির দেখে বলতে নেই আসল মনের ভিত,
বসুন্ধরার অনেক কিছুর বিপরীতে হিত।