জুনের মাঝামাঝি সময় করোনা প্রতিরোধে ভ্যাকসিন আসতে পারে

16

কাজিরবাজার ডেস্ক :
থামছেই না মহামারি করোনাভাইরাসের আক্রমণ। আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ ওঠা-নামা করলেও মোট সংখ্যা হু হু করে বাড়ছে। বিশ্ববাসী অধীর অপেক্ষায় কোনো ওষুধ কিংবা ভ্যাকসিনের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর,আগামী জুন মাসের মধ্যে চলে আসতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন।
শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছে দুই লাখ ৩৯ হাজার ৫৯২ জন। আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮৩০।
বিবিসির খবর অনুযায়ী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন বেল জানান, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে মানবদেহে ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তারপরই এটি সবার জন্য নিয়ে আসা হবে। প্রথম দফায় এই টিকা দেয়া হবে ব্রিটেনের এনএইচএস কর্মীদের।
এখন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকা করোনাভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের সঙ্গে আছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনকা। ভ্যাকসিন উৎপাদন ও বৃহৎ পরিসরে বণ্টনের বিষয়ে আস্ট্রাজেনকার সঙ্গে অক্সফোর্ডের সমঝোতার বিষয়টি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
দ্য মিরর জানায়, এই সমঝোতার ফলে দ্রুতই বিশ্বের সব প্রান্তে পৌঁছে দেয়া যাবে কোভিড-১৯ ভ্যাকসিন।
ইতিমধ্যে মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। এতে বৃটেনের শত শত স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন কাজ করার সম্ভাবনা রয়েছে।