স্পোর্টস ডেস্ক :
করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছে সারা বিশ্ব৷ করোনা সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় সব ক’টি দেশেই চলেছে লকডাউন৷ ফলে স্থগিত হয়ে গিয়েছে খেলাধূলোও৷ বিশ্বের সব দেশেই বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেট৷ এর ফলেই কাউন্টি ক্রিকেটে খেলা বাতিল হয়ে গেল রবিচন্দ্রন অশ্বিনের৷
করোনার জেরে ১৩তম আইপিএলও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে বিসিসিআই৷ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে তাদের সমস্ত টুর্নামেন্ট৷ ফলে বাতিল হয়ে গিয়েছে এবারের কাউন্টি ক্রিকেট৷ সোমবার ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব ২০২০ মরশুমে তাদের বিদেশের ক্রিকেটারদের সঙ্গে চু্ক্িত বাতিল করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল৷ দু’ পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চুক্তি বাতিল করা হল বলে ক্লাবের তরফে জানানো হয়৷
ফলে চলতি মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে নামা হচ্ছে না অশ্বিনের৷ ভারতীয় দলের অফ-স্পিনার অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের এবার ইয়র্কশায়ারের হয়ে প্রথমশ্রেণির কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল৷ এছাড়াও টি-২০ ব্লাস্টে খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরানের৷ গত মরশুমে ইয়র্কশায়ারের হয়ে চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ৩৮টি উইকেট নিয়েছিলেন মহারাজ৷
প্রথমে বলা হয়েছিল ইংলিশ কাউন্টি শুরু হবে ১ জুলাই থেকে৷ কিন্তু করোনা নামক অতিমারী ব্রিটেনে মারাত্মক আকার নেওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত দেশে সব ধরনের ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসিবি৷ এর ফলেই ইয়র্কশায়ার সিদ্ধান্ত নেয় তারা এ বছর বিদেশি ক্রিকেটাদের চুক্তি বাতিল করে দেবে৷
ইয়র্কশায়ার ডিরেক্টর অফ ক্রিকেট মার্টিন মক্সঅন জানান, ‘কোভিড-১৯ নামক অতিমারীতেও আমরা ক্রিকেটার ও তাদের এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলাম৷ কিন্তু পেশাদারিত্বের কথা ভেবে আমরা কাউকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চায় না৷’
ইয়র্কশায়ার ছাড়াও ইংলিশ কাউন্টির প্রথমশ্রেণির অন্য ক্লাবগুলিও তাদের বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে৷ যেমন, এসেক্স অস্ট্রেলিয়ার প্রাক্তন ফার্স্ট বোলার পিটার সিডেল, হ্যাম্পশায়ার নাথান লায়ন এবং ল্যাাঙ্কাশায়ার গ্লেন ম্যাক্সওয়েল ও জেমশ ফকনারের চুক্তি বাতিল করতে চলছে৷ ফলে এই সকল বিদেশে ক্রিকেটারদের এবার কাউন্টি ক্রিকেটে খেলতে দেখা যাবে না৷