মুহাম্মদ আলম জাহাঙ্গীর আগস্ট ২৭, ২০২২ 7 Facebook Twitter Pinterest WhatsApp ভাদ্দুরের নদী : ভাদ্র মাসে আমার দেশে ছোট বড় নদী, কানায় কানায় পানি নিয়ে চলে নিরবধি। নদ-নদী সব ভরা থাকে জলের সাথে মাছে, দেশের সকল জেলে গুলি আনন্দে তাই নাচে। মাছ ধরে সব বিক্রি করে কিনে পণ্য শাড়ি, ভাদ্র মাসে তাইতো খুশি সকল জেলে বাড়ি।।