স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে এ পর্যন্ত ২০ জন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। এর মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন, চিকিৎসাধিন রয়েছে ৩ জেলার মোট ১৮জন। করোনা আক্রান্তের তালিকায় এগিয়ে রয়েছে হবিগঞ্জ। শুধু হবিগঞ্জ জেলায় প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ জন। সিলেটে ৪ এবং মৌলভীবাজার ও নবীগঞ্জে ২ জন করে।
এদিকে, বর্তমানে আক্রান্ত ১৮ জনের শারীরিক অবস্থা বিপজ্জনক পর্যায়ে নয় বলে জানালেন স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি বুধবার (২২ এপ্রিল) দুপুরে বলেন, আক্রান্তদের সবার অবস্থা উন্নতির দিকে। তাদের বেশিরভাগেরই শরীরে এখন কোনো জ্বর নেই।
জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এর মধ্যে শুধু হবিগঞ্জ জেলায় আক্রান্ত ১৩ জন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সিলেট জেলা। সিলেট জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা চারজন। এছাড়া সুনামগঞ্জ জেলারও আক্রান্ত একজন চিকিৎসাধীন রয়েছেন।
১৮ জনের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ছয়জন বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের কেউই পুরোপুরি সুস্থ হননি।