সিলেট সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদের নৌকার সমর্থনে নির্বাচনী পথসভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বিভিন্ন পথ সভায় বলেছেন, সিলেট সদরের জনগণ যেমনি নেতা চিনতে ভুল করেনা তেমনি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী দিতেও ভুল করেন না, সঠিক নেতৃত্বধানকারী ব্যাক্তির হাতে তুলে দেন স্বাধীনতার নৌকা প্রতীক।
আজ বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাঁড়িয়েছে। দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই, নৌকার সরকার সদর উপজেলায় এত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ১৮ মার্চ সোমবার নৌকা মার্কায় ভোট দিয়ে আশফাক আহমদকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করুন। আশফাক আহমদ প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী। তাই শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “এই সিলেট জেলা এক সময় ছিল অনুন্নত। আজ এই জেলা সহ সদর উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামে গঞ্জে পৌছে গেছে ডিজিটালের ছোয়া। এই উপজেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় দল মত নির্বিশেষে ভোট দেওয়ার আহবান জানাই। ৫ মার্চ মঙ্গলবার রাত ৮ টায় খাদিমপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
খাদিমপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা বাবুল আহমদের পরিচালনায় দাসপাড়া গ্রামে পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মখলিছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার মহালদার, যুগ্ম আহবায়ক শেখ বদরুল, ফখরুল ইসলাম দুলু, লন্ডন প্রবাসী সাজা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নুরুল কাদির সিদ্দিক স্বজন, দফতর সম্পাদক লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগ সদস্য সালাম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের নেতা ছয়ফুল আলম সিদ্দিকি, গৌরাঙ্গ পাত্র, সদর উপজেলা যুবলীগ নেতা মো. ইকলাল আহমদ, ইউনিয়ন শ্রমিক লীগ নেতা হুমায়ুন কবির, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাসেল, অপু, জালাল উদ্দীন, বাবলু, হাবিব, সোহেল আহমদ, জয়নায়, আবু বকর, ডালিম, ঝিলাল প্রমুখ।
পরে রাত ১০ টায় খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামে বিশিষ্ট মুরব্বি শওকত আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাজু মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান, বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার মহালদার সহ ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি