শাবলু শাহাবউদ্দিন :
পাখির ডাকে ঘুম ভেঙ্গেছে, প্রার্থনাতে যাই
সকাল সকাল ভালো কাজে মন দিতে চাই
আমি শিশু তুমি শিশু, শিশু শিশুর ভাই
হাতে হাতে হাত মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই ।
পরম শ্রদ্ধায় গুরুজনদের সম্মান করতে চাই
শেষ বিকালে বাবা-মায়ের কাজে যেনে যাই
ভদ্রলোকের ভদ্র সমাজ, গড়তে যেন পাড়ি
এই আশীর্বাদ করবেন সবাই আমরা শিশুর জারি ।
শিশুর মত শিশু যেন আমরা হতে পারি
মনুষ্যত্বের বীজ বপন করেন মোদের হৃদয় বড়ি
আমরা শিশু মানব পিতা কিংবা হব জগৎ মাতা
মানুষের মত মানুষ করেন, হতে পারি জগৎ সংসারের ভিত্তি ।