সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দুর্গ জামেয়া তাওয়াক্কুলিয় রেঙ্গা শত বছর থেকে নিরলসভাবে দ্বীনি শিক্ষার খিদমত আনজাম দিয়ে আসছে। হাজার হাজার আলেমে দ্বীন উক্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষা সমাপ্ত করে দেশ বিদেশে দেশ জাতি ইসলাম ও মিল্লাতের খেদমতে নিয়োজিত আছেন। শতবর্ষে পদার্পণ উপলক্ষে জামেয়া আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর বুধ, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে শত বার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলন। উক্ত সম্মেলন ইলমে দ্বীনের প্রচার প্রসার ও মানোন্নয়নের মাইল ফলক হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠিতব্য সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, জামেয় তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার জামেয়ার ফুযালা ও আবনা পরিষদের কার্যালয়ে তার সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন বাস্তবায়নের জন্য ফুযালা উপ-কমিটি, দাওয়াত উপ-কমিটি, প্রকাশনা উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, আবনা উপ-কমিটি, মিডিয়া উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, চিকিৎসা সেবা উপ-কমিটিসহ গঠিত সকল উপকমিটির কাজের পর্যালোচনা করা হয়। এবং সম্মেলনের কাজকে বেগবান করতে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন জামেয়ার সহশায়খুল হাদীস শায়খ মাওলানা নজির আহমদ ঝিংগাবাড়ী, শায়খ মাওলানা গোলাম মোস্তফা এলাহীগঞ্জী, মাওলানা এজাজ আহমদ, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা নূরুল ইসলাম সুফিয়ান, মাওলানা ইকবাল বিন হাশিম, মাওলানা নূরুল ইসলাম বারইগ্রামী, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দীন, মাওলানা জমিরুদ্দীন, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা তালিবুদ্দীন, হাফিজ মাওলানা আব্দুল গফফার, হাফিজ মাওলানা সাঈদ আহমদ, মাওলানা শামসুদ্দীন মু. ইলয়াস, হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মাওলানা আব্দুল হান্নান, হাফিজ মাওলানা ফজলুর রহমান, মাওলানা নজমুল ইসলাম, মাওলানা মনজুর আহমদ, মাওলানা ইহতেশাম কাসেমী, মাওলানা কবির আহমদ খান, মাওলানা শরীফ আহমদ সুলতান, মাওলানা আহমদ কবির খলীল, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা দাবির আহমদ, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আবু ইমরান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ছমিরুদ্দীন, মাওলানা আব্দুল হামিদ সাকিব, মাওলানা শামছুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি