লোকজ সংস্কৃতির এক নিভৃতচারী বাহকের নাম সুবর্ণা দাশ – সুষমা দাশ

41
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বইমেলায় লোককরি সুবর্ণা দাশ রচিম লোকধারার গানের সংকলন সুবর্ণ গীতি গ্রন্থটির মোড়ন উন্মোচন করছেন একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুষমা দাশ।

বাংলাদেশের লোকজ সংস্কৃতির নিভৃতচারী এক বাহকের নাম সুবর্ণা দাশ। তিনি বাঁশি, গোষ্ঠ, প্রভাতী, বিচ্ছেদ, গৌররূপ, সুবলমিলন, খেদ, মালসি, ধামাইল, ভজন কীর্তন, শ্যামা সংগীত সহ নানা পর্যায়ের লোকধারার গান রচনা করেছেন। তার রচিত গানগুলি লোকসংগীত গানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করেছে।
শুক্রবার বিকলা ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বইমেলায় লোককবি সুবর্ণা দাশ রচিত লোকধারার গানের সংকলন সুবর্ণ গীতি গ্রন্থটির মোড়ক উন্মোচনে বক্তারা এসব কথা বলেন। এবছর বইটি প্রকাশ চৈতন্য প্রকাশ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুষমা দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন অম্বরিষ দত্ত ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাজিয়া চৌধুরী, প্রকাশক রাজীব চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংকৃতিকর্মী মামুন পারভেজ। বিজ্ঞপ্তি