আফ্রিদিকে কটাক্ষ করলেন গম্ভীর

12

স্পোর্টস ডেস্ক :
ফের গৌতম গম্ভীরের তোপের মুখে শহীদ আফ্রিদি। শনিবার টুইটারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে তীব্র আক্রমণ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার।
দুই ক্রিকেটারের সম্পর্ক খেলোয়াড় জীবন থেকেই ভালো নয়। খেলা ছাড়ার পরও অনেক বার প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন দু’জনে। সম্প্রতি আত্মজীবনীতে আফ্রিদি ফের কটাক্ষ করেছেন গম্ভীরকে। তাতে তিনি গম্ভীরের কোনও ‘উল্লেখযোগ্য রেকর্ড’ নেই বলেও জানিয়েছেন।
আর সেই প্রসঙ্গেই শনিবার টুইট করেছেন গম্ভীর। তিনি লিখেছেন, ‘যার নিজের বয়সই মনে থাকে না, সে কী ভাবে আমার রেকর্ড মনে রাখবে! ঠিক আছে শহীদ আফ্রিদি, আমি তোমাকে মনে করাচ্ছি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৫৪ বলে করেছিলাম ৭৫। আফ্রিদির বিরুদ্ধে ১ বলে কোনও রান করিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বিশ্বকাপ জিতেছিলাম। আর হ্যাঁ, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক ও সুবিধাবাদীদের বিরুদ্ধে আমার অ্যাটিটিউড রয়েছে।’
৩৮ বছর বয়সী গম্ভীর দেশের হয়ে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ২০১১ সালে তিনি ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গম্ভীর করেছিলেন ৯৭। যা ছিল দলের সর্বাধিক রান। ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালেও দলের হয়ে সর্বাধিক ৭৫ করেছিলেন গম্ভীর।