স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে শনিবার- ১৮ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন সর্বমোট ২৯০৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আর কোয়ারেন্টিন ছেড়েছেন মাত্র ২৪২ জন। তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি বলেন, সিলেটে এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে আছেন ২০০ জন, সুনামগঞ্জে ১১৯৬ জন, হবিগঞ্জে ৮১৯ জন ও মৌলভীবাজারে ৬৯৩ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে গেছেন ৩২৫ জন এবং কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২৪২ জন। সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন মোট ২৯০৮ জন।