হরেক রঙের মেলা

14

নিলুফার জাহান

সূর্য ছড়ায় নরম আলো
কদম গাছের ফাঁকে
শিমুল ফুলের শোভা চোখে
হাজার ছবি আঁকে।

সোনা রোদের ছোঁয়া পেয়ে
পাপড়ি মেলে ফুলে
প্রজাপতি উড়ে বেড়ায়
হাওয়ায় হেলে দুলে।

নদীর পারে কাশফুলেরা
মৃদু হাওয়ায় দোলে
শাপলা ফোটে দারুণ রঙে
বাংলা মায়ের কোলে।

সুজন মাঝি গান যে ধরে
ফুল পাখিরা হাসে
রাতের বেলা চাঁদের হাসি
স্বপ্নে হৃদয় ভাসে।

নীল আকাশে সাদা মেঘে
করছে কেমন খেলা
শরৎ এলে সকাল সাঁঝে
হরেক রঙের মেলা।