দোয়ারাবাজারে নাইন্দার হাওরের ৪টি প্রকল্পের কাজ সম্পন্ন, কৃষকের মুখে হাসি

28

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
নির্ধারিত সময়ের মধ্যেই দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরের ৪টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বেড়িবাঁধ নির্মাণের ফলে ফসল রক্ষার পাশাপাশি প্রায় সাড়ে ৬ কিলোমিটার দৈর্ঘ্য নতুন ফসল রক্ষা বাঁধ নির্মাণ হওয়ায় সদর ইউনিয়নের হাওর এলাকার অন্তত ৫টি গ্রামের যোগাযোগ বিস্তৃত হয়েছে।
সরজমিন ঘুরে দেখা য়ায়, গত ১৬ জানুয়ারী নাইন্দার হাওরের চিলাই নদীর প্রটেকশন বাঁধ দেয়ার জন্য ৪টি প্রকল্পে পিআইসি নং ১/১, ১/১৫,১/২৬,১/২৭ এর কাজ শুরু হয়। সরকারের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট পিআইসিগণ কাজ শেষ করেন।
বড়বন্দ গ্রামের কবির হোসেন, আমেনা বেগম, গোলাপ খাঁ, বিল্লাল হোসেন, রজব আলী, শফিক মিয়া, মরম আলী সহ বিভিন্ন গ্রামের উপকার ভোগী কৃষকরা জানান, এ বছর নতুন বেড়িবাঁধ হওয়ায় কৃষকদের সোনালী ফসল গোলায় উঠার আশা জেগেছে। এছাড়া দেশ স্বাধীনের পর থেকে হাওর পারের ওই এলাকার লোকজনের যোগাযোগের কোনো সড়ক ছিলনা। ফসল রক্ষা বাঁধের ফলে আমাদের যাতায়াতের সুবিধাও বিস্তৃত হয়েছে।
ইউপি সদস্য তাজির উদ্দিন বলেন, আমাদের এলাকার কৃষকদের একমাত্র ভরসা হাওরের বোরো ফসল। তা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নাইন্দার হাওরের ফসল রক্ষা বাঁধের ৪টি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ করেছেন সংশ্লিষ্ট পিআইসি গন। আমার প্রকল্প ছাড়াও প্রত্যেকটি কাজই আমি তদারকি করেছি। আমাদের কাজ সমাপ্ত হওয়ায় সন্তোষ্ট হয়েছেন স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
পানি উন্নয়ন বোর্ডের এসও মাহবুব আলম জানান, ৪টি প্রকল্পের মাটি কাজ সম্পন্ন হওয়ায় ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা সহ আমি নিজে পরিদর্শন করেছি। কাজগুলো সন্তোষজনক।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, নাইন্দার হাওরের ৪টি প্রকল্পে পিআইসি নং ১/১, ১/১৫,১/২৬,১/২৭ এর মাটির কাজ গুলো সন্তোষজনক হয়েছে। তবে ড্রেসিং করার পর বুঝা যাবে কতটুকু ভাল করেছেন পিআইসিগণ।