সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচীর অংশ হিসেবে একুশে ফেব্র“য়ারি বুধবার ভোর ৫.৪৫ মিনিটে সারদাহল ঘড়িঘর সংলগ্ন চত্ত্বরে সমবেত হয়ে একুশে’র প্রথম প্রভাতফেরি বের হবে। নগ্নপায়ে, একুশের গান গেয়ে প্রভাতফেরিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে একুশের চেতনায় উদ্বুদ্ধ সর্বস্তরের মানুষকে দীর্ঘ ঐতিহ্যের প্রভাতফেরিতে অংশ নেয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। নেতৃবৃন্দ প্রভাতফেরীতে অংশ নিতে সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সংগঠন সমূহকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আয়োজিত একুশে ফেব্র“য়ারি দিনব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি