সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে দিয়েছেন কোন মানুষ যাতে না খেয়ে থাকে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার জন্য তিনি তহবিল গঠন করেছেন। গ্রামের প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। দলের বিভিন্ন নেতাকর্মীরা শ্রমজীবী, অসহায়, কর্মহীন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সবাই মিলে এগিয়ে আসলে কেউ না খেয়ে থাকবে না। তিনি বলেন, হাটবাজারে ঘুরাঘুরি না করে নিজেকে, পরিবারকে ও দেশকে নিরাপদ রাখতে সবাই সচেতন হওয়া প্রয়োজন।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি বিভিন্ন উপজেলায় যাচ্ছি। প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষ যার যার অবস্থান থেকে অসহায় মানুষকে সহযোগিতার আহবান জানিয়েছেন। দলের বিত্তবান যারা আছেন তারা গরীব মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, প্রয়োজন ছাড়া আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সবার ঘরে ঘরে খাদ্য পৌছে যাবে। সরকার উদ্যোগ গ্রহণ করেছে আপনার ঘরে থাকুন খাদ্যসামগ্রী পৌছে যাবে। সামান্য ভূলের কারণে অনেক বড় ক্ষতি হতে পারে। ঘরে থাকুন নিজেকে, পরিবার ও দেশকে নিরাপদ রাখুন।
শনিবার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাশপুর গ্রামে রণধীর পাল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরীব, অসহায়, দিনমজুর এক হাজার পরিবারের মধ্যে খাদ্র সামগ্রী বিতরণ কালে তিনি একথাগুলো বলেন। এর পূর্বে ওসমানপুরে ইউনিয়নের অফিসে এবং বিশ^নাথ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
দিন ব্যাপি খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু, যুগ্ম সম্পাদক ঝলক পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, ছাত্রলীগ নেতা সুলেমান আহমদ, পাপ্পু বহিৃ, প্রমুখ। বিজ্ঞপ্তি