উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের মেধাবী শিক্ষার্থীরা পেলো নীহার সেন স্মৃতি বৃত্তি প্রদান

16
সিলেটের উমেশ চন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের মেধাবী শিক্ষার্থীদের হাতে নীহার সেন স্মৃতি বৃত্তি তুলে দিচ্ছেন ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল।

সিলেটের ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, সমাজব্রতী ও পাকিস্তান আমলে প্রকাশিত জনশক্তি পত্রিকার সম্পাদক নিকুঞ্জ বিহারী গোস্বামীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার (২৯ আগষ্ট) দিনটি উপলক্ষে নগরীর চালিবন্দর এলাকায় তার প্রতিষ্ঠিত উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা পর্ষদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এদিন সিলেটের প্রয়াত শিক্ষাব্রতী ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক নীহার সেনের স্মৃতিরক্ষার্থে মেধাবী শিক্ষার্থীদের ‘নীহার সেন স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে ছিল সমবেত গীতাপাঠ, নিকুঞ্জ বিহারী গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান। সন্ধ্যায় স্মৃতিতর্পন ও ‘নীহার সেন স্মৃতি বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল।
ছাত্রাবাসের সভাপতি প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়ের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। স্মরণসভায় ছাত্রাবাসের সম্পাদক কৃষ্ণপদ সূত্রধর স্বাগত বক্তব্য দেন।
সভা শেষে ‘নীহার সেন স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়। এ বছর চার জন মেধাবী শিক্ষার্থী আড়াই হাজার টাকা বৃত্তি হিসেবে লাভ করেন। বিজ্ঞপ্তি