কাজিরবাজার ডেস্ক :
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ রবিবার শেষ হয়েছে। কে হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী তা জানতে আগামী ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে বিজেপিবিরোধী একটি শক্তিশালী জোট গঠনের প্রক্রিয়া আরও তুঙ্গে উঠেছে। রবিবার ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু। একই দিন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেন তিনি। শনিবার বিজেপিবিরোধী জোট গঠন নিয়ে অন্ধ্রপদেশের এই মুখ্যমন্ত্রী প্রথমে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি উত্তর প্রদেশে ছুটে যান। প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতি এবং অপর নেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন চন্দ্রবাবু নাইডু। এরপর রবিবার উত্তর প্রদেশ থেকে দিল্লীতে এসে সোজা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে রাহুলকে চন্দ্রবাবু নাইডু বলেন, লক্ষেèৗতে মায়াবতি ও অখিলেশের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে। উভয় নেতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নাইডুকে এ সময় উভয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। আর চন্দ্রবাবু নাইডু তাদেরকে আম উপহার দেন। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক টুইট বার্তায় অখিলেশ জানান, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সৌহাদ্যপূর্ণ পরিবেশে বৈঠক হলো।
চন্দ্রবাবু নাইডু লক্ষেèৗতে সমাজবাদী পার্টির অফিসে অখিলেশ যাদবের সঙ্গে টানা ৭০ মিনিট আলোচনা করেন। এরপর তিনি মায়াবতির বাসভবনে ছুটে যান। মায়াবতির সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন নাইডু। এই বৈঠকে মায়াবতির পাশাপাশি এ সময় বহুজন সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা সতিশ চন্দ্র উপস্থিত ছিলেন।
ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী আগামী ২৩ তারিখ দিল্লীতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক আহ্বান করার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দৌড়ঝাঁপ শুরু করেন। অবশ্য এসব বৈঠক শেষে নাইডু সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। দিল্লীর এক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, একটি জোট সরকার গঠন নিয়ে নাইডু আলোচনা অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, গত বছর বিজেপি জোট থেকে পদত্যাগ করেন অন্ধ্রপ্রদেশের এই মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি প্রথমে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন। তারপর বিজেপিবিরোধী একটি শক্তিশালী জোট গঠনে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, আম আদমি পার্টির প্রধান দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন। নাইডু শুক্রবার ইয়েচুরি ও কেজরিওয়ালের সঙ্গে দেখা করে নির্বাচন-উত্তর দেশের নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে এন চন্দ্রবাবু নাইডু বলেন, আমরা বিজেপিবিরোধী সকল দলকে আমাদের জোটে স্বাগত জানাতে চাই।