স্মরণ নেতা

15

হামীম রায়হান

নেতা যখন হাত উঁচিয়ে-
দিলেন স্বাধীকার ডাক,
বনের পাখি মনের সুখে-
উড়ল বেঁধে ঝাঁক।
ঘর ছেড়ে সব দামাল ছেলে-
বেরিয়ে এল পথে,
শপথ নিলো নেতার ডাকে-
মুক্ত স্বাধীন হতে।
নেতার মুখে শুনল সবাই-
স্বাধীনতার বুলি,
বুকে এলো সাহস সবার,
মৃত্যুর ভয় ভুলি।
সেদিন নেতার এক কথাতে-
আসল স্বাধীনতা,
শোকের আগস্ট আসল আবার-
স্মরণ তোমায় নেতা।