ছাতকে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩৫

29

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ৩৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের জামাল উদ্দিন ও হাজী তজমুল আলী পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের ফসলী জমি সংলগ্ন খালে পাম্প মেশিন বসিয়ে পানি সেচ করে মাছ ধরতে যায় একই গ্রামের হাজী তজমুল আলী পক্ষের লোকজন। এতে জামাল উদ্দিন বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ দু’পক্ষের অন্তত ৩৫ ব্যাক্তি আহত হয়। গুরুতর আহত প্রবাসী আলাউদ্দিন(৪৫),  প্রবাসী আমির উদ্দিন (২৯), আব্দুন নুর(৫০), আজির উদ্দিন (২৭), আব্দুস সালাম (৩২), সোহেল আহমদ(২৭), সোহরাব আলী(৩০), ওমর আলী (৪০), বাবুল মিয়া (৩৫), মিনারা বেগম(৩৫), ময়না মিয়া (৪৫), হাজী তজম্মুল আলী(৭৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারেক আজিজ (১৮), আবুল বশর (৪০), আলতাব আলী (৭০), আক্তার আলী (১২), হাজেরা বেগম(৩৪), সাইদুর রহমান (১৬), আব্দুর রশীদ (৪৮)সহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।