৩০তম মৃত্যুবার্ষিকীতে আলোচনায় বক্তাগণ ॥ স্বাধীনতা যুদ্ধে আব্দুর রহিমের অবদান স্মরণীয় হয়ে থাকবে

11

মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সিলেট জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা আব্দুর রহিম এডভোকেট এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জননেতা আব্দুর রহিম স্মৃতি পরিষদের উদ্যোগে ১৯ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী কোরআন খতম, বাদ আছর চালিবন্দর জামে মসজিদে দোয়া মাহফিল শেষে চালিবন্দরস্থ বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জননেতা আব্দুর রহিম স্মৃতি পরিষদের সভনেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, যুব সংগঠক আফিকুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আশফাক আহমেদ।
সভায় অতিথির বক্তব্য রাখেন সিসিকে সাবেক কাউন্সিলও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালিক, সিসিকের কাউন্সিল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, ডাঃ মোঃ আব্দুল মুনিম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সিলেট মহানগর আওয়ামীলীগের ১৪নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব, চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরূপ সেন বাপ্পি, ডাঃ মোঃ জালাল উদ্দিন, ইনসাফ ভিলেজ ডেভেলপন্টে ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার আশফাক উদ্দিন আহমদ, সমাকর্মী মোঃ রফিক আহমদ রাশেদ, আব্দুল ওয়াহিদ চৌধুরী, আব্দুল বাছিত মুন্না, মোঃ নাজিম উদ্দিন, চৌধুরী মুমফিক মুনিম, মোঃ আলী হোসেন প্রমুখ।
জননেতা আব্দুর রহিম এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল রকিব এডভোকেট।
সভায় বক্তারা বলেন, জননেতা আব্দুর রহিমের ত্যাগ সিলেটবাসী সহ সারা বাংলার মানুষের কাছে অনুস্মরণীয় হয়ে থাকবে। তিনি একজন দেশপ্রেমিক সমাজসেবক লোক ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট শহর ও শহরতলী অনেক মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। তার মতো ত্যাগী নেতা বর্তমানে খুব অভাব। দলের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যে কোনটি রাস্তার নাম জননেতা আব্দুর রহিমের নামে নামকরণের জার দাবী জানানো হয়।
সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের ইসলামপুর আবাসিক এলাকায় জননেতা আব্দুর রহিমের নামানুসারে পাঠাগার ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেন আব্দুর রহিম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আশফাক আহমেদ। বিজ্ঞপ্তি