সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারী ই ক্লাব অব ৩২৮২-র যৌথ সহযেগিতায় ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিকের বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়েছে।
১০নং ওয়ার্ডের নবাব রোডস্থ আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। প্রধান অতিথির বক্তব্যে ডা. স্বপ্নীল বলেন, যাঁদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের জালালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহŸানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা গয়াছ মিয়া গিয়াস, সংগঠনের উপদেষ্টা কবি আয়েশা মুন্নি, আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এডভোকেট মঈন উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী রফিকুল আলম, ডা. ফারহানা ইয়াসমিন মোঃ জামশেদ ওসি (ডিবি) সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।
সিকিৎসক সেবা প্রদান করেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি ডা. শাহরিয়ার আলম রাহি, ওসমানীর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোস্তাকিম, ডা. জাহাঙ্গীর হেসেন, আলভি ফারাজি, শেখ সাদি, শেখ তাকরিম বিন আমির এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের ডা. খালেদ রাকীব।
ফাউন্ডেশনের সদস্য সালমা আক্তার সুমি, দিলু বড়ুয়া, আব্দুল মালেক, রোকেয়া সুলতানা, শাম্মী আক্তার, শেলু বড়ুয়া, রুহুল আমিন রুমেল, হাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।
চিকিৎসা নিতে আসা এক রোগী মারিয়া বেগম বলেন, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা লাগতো। এখানে কোনো টাকা লাগছে না। বিভিন্ন রোগের সেবা পাচ্ছি। ঔষধ বিনামুল্যে পাচ্ছি। এখানে বিনা মুল্যে চিকিৎিসা নিয়ে আমরা যারা গরিব অসহায় আছি আমাদের খুব উপকার পাচ্ছি। এমন ভালো উদ্দ্যোগ চারপাশে ছড়িয়ে যাক। এটাই কামনা করি।
আরেক রুগি রাব্বি বলেন, আমি কয়েকদিন ধরে ব্যাথা জনিত রোগে ভুগছিলাম। এখন এই খানে এসে চিকিৎসা নিলাম। কোনো ফি ছাড়ায়। এতে আমার কোনো টাকা লাগলো না। আমি ঔষধ পত্রসহ সব ফ্রি পেয়েছি। এমন উদ্দ্যোগকে আমি সাধুবাদ জানাই।