স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে সতর্কতা হিসেবে সিলেটে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। গতকাল বুধবার শীর্ষ নেতৃবৃন্দের আলোচনায় এই স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ এডভোকেট নাসির উদ্দিন খান।
তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের প্রথম ধাপের অনুষ্ঠান আগামী ২৬শে মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে আমরা আজই অনুষ্ঠান শেষ করছি। আজ বৃহস্পতিবার থেকে এই অনুষ্ঠান স্থগিত থাকবে। তিনি জানান, পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় মুজিববর্ষের অনুষ্ঠান আয়োজন করা হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে চলতি মার্চ মাসের ১৭ তারিখ থেকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষ উপলক্ষে গত ৭ই মার্চ থেকে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে এই অনুষ্ঠান করা হয়।