ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের সীমান্তবর্তী শেরপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে ফারুক মিয়া (১৭) নামের এক তাবলীগ জামাত কর্মী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ফারুক মিয়া নারায়ণগঞ্জের ফতোল্লাহ এলাকার পশ্চিমতল্লা গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে। ফারুক চলতি বছরে এসএসি পরীক্ষা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণ সাঁতার দিয়ে নদীর মধ্যখানে চলে যায়। এরপর থেকে তার খোঁজ পাচ্ছেন না সঙ্গীরা। পরে সিলেট ও উসমানীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সহ সিলেটের থেকে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ফারুকের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফারুক সহ ২০জনের একটি তাবলীগ জামাতের দল শেরপুরের দক্ষিণপারের পুরান মসজিদে তাবলীগে আসে। বৃহস্পতিবার ফারুক সহ তার অন্য দুই সহযোগী কুশিয়ারা নীতে গোসল করতে নেমে ফারুক সাঁতার কাটতে গিয়ে নদীতে চলে গিয়ে নিখোঁজ হয়। এ সময় ফারুকের অন্য দুই সহযোগী সাঁতরিয়ে পারে উঠে যায়।
তাজপুর ফায়ার ব্রিগডের স্টেশন ইনচার্জ মো. রাজা মিয়া বলেন, আমরা বিকেলে থেকে ডুবুরির মাধ্যমে নিখোঁজ ফারুককে উদ্ধারের চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।