পৃথক আলোচনা সভায় বক্তাদের অভিমত ॥ মাওলানা ভাসানী প্রকৃত দেশ ও জনদরদী নেতা ছিলেন

55

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মাদানী কাফেলা বাংলাদেশ আয়োজিত সিলেট বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী। মাওলানা সালেহ আহমদ শাহবাগীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা নাজমুল হাসান, শাহিদ আহমদ হাতিমী,আব্দুল করিম দিলদার, মাওলানা কায়সান মাহমুদ, মাওলানা সালেহ আহমদ খুবায়েব প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, সত্যিকারের দেশ প্রেমিক ও জনদরদী রাজনীতিবিদ। মজলুম জননেতা মাওলানা ভাসানী আমাদের স্বাধীনতা সংগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। আজকের সময়ে তাঁর মতো নেতার খুব বেশী প্রয়োজন।  ফারাক্কার লংর্মাচসহ জাতির গুরুত্বপূর্ণ ইস্যুতে  তাঁর সংগ্রামী অবদান জাতি চির দিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মাওলানা ভাসানী সকল রাজনীতিবিদগণের গুরু ছিলেন। তার সততা থেকে শিক্ষা নিতে হবে।
এদিকে, সোমবার দুপুরে জামালগঞ্জ  উপজেলা ছাত্র জমিয়ত আয়োজিত মাওলানা ভাসানী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামালগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, উলামায়ে দেওবন্দের একজন সত্যিকারের অনুসারী।
সত্যিকারের দেশ প্রেমিক ও জনদরদী রাজনীতিবিদ। সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, সিলেট জেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাসরুফ আহমদ, প্রচার সম্পাদক রুবেল খান প্রমুখ। বিজ্ঞপ্তি