এখন আমাদের শিক্ষার হার অনেক এগিয়ে আছে ——- আশফাক আহমেদ

46

Asfaq1সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ বলেছেন, আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদন্ড, আমরা সেই শিক্ষার দিকে লক্ষ করতে হবে। আমাদের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারবে না। ৫বছর আগে শিক্ষার হার তেমন ভাল ছিল না, এখন আমাদের শিক্ষার হার অনেক এগিয়ে আছে।তিনি আরও বলেন বিরোধীদলীয় নেত্রী যখন আন্দোলনের কথা বলেন তিনি তখন ভয় পান। এই আন্দোলনের মাধ্যমে বিগত চিত্র আমাদের চোখে ভেসে উঠে। বহু স্কুল কলেজ, অফিস, ব্যাংক মানুষ রাস্তায় চলাচলের ছিনতাই, বাড়িঘরে ডাকাতি, এ আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠে। তিনি তার বক্তব্যে শাহপরান (রহ.) একাডেমীর কম্পিউটার ল্যাব তৈরির যথাসাধ্য সহায়তা করে যাওয়ার আশ্বাস জানান। শাহপরান (রহ.) প্রি-ক্যাডেট একাডেমীর উদ্যোগে আয়োজিত গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চৌকিদেখিস্থ একাডেমীর মাঠে পরীক্ষার ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। একাডেমীর সভাপতি আবু নসর বকুল এর সভাপতিত্বে ও কম্পিউটার শিক্ষক আমির উদ্দিন পাবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, একাডেমীর সহ সভাপতি হায়দার মো. ফারুক হোসেন, একাডেমীর পরিচালক হুমায়ুন আহমদ মাসুক, একাডেমীর অধ্যক্ষ পরিচালক আশুতোষ দাস, একাডেমীর উপাধ্যক্ষ পরিচালক শৈলেন্দ চন্দ্র দাস। এ সময় আরও বক্তব্য রাখেন বিজয় দাস, বিবেকানন্দ দাস, অঞ্জুশ্রী ভৌমিক, মৌসুমী দাস, তৃষ্ণা রাণী দাস, কস্তুুরী পুরকায়স্থ, মৌমিতা পুরকায়স্থ, সালেহা বেগম, জাহানারা বেগম রোবা, তামান্না খানম, আরমান মিয়া, উৎফল সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি