দেশের প্রখ্যাত শায়খুল হাদিস ও মুফাসসির আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জী বলেছেন, ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আল্লাহ তাআলা আদম সন্তানকে আখেরাতের সফলতা অর্জনের জন্য প্রেরণ করেছেন। তাই সকল মুসলিম উম্মাহর উচিত আল্লাহ ও তাঁর রাসূল (সা.)’র পূর্ণাঙ্গ হুকুম মেনে চলা। কেননা, এতেই রয়েছে মুমিনের উভয় জাহানের কামিয়াবী।
তিনি গতকাল বুধবার টিলাগড়স্থ কল্যাণপুর জামে মসজিদের বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনে প্রধান অতিথির বয়ানে উপরোক্ত কথা বলেন।
কল্যাণপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আশরাফ আহমদের সভাপতিত্বে ও হাফিয আব্দুল করিম দিলদার ও হাফিয জুনেদ আহমদ’র যৌথ পরিচালনায় তাফসির মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন সাবেক সংসদ সদস্য জামিয়া দারুল কোরআন সিলেট’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।
মাহফিলে অন্যান্যদের মধ্যে তাফসির পেশ করেন জামিয়া ফারুক্বিয়্যার প্রতিষ্ঠাতা মাওলানা ক্বারী আব্দুল মতিন, মাওলানা ক্বারী মুখতার হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি