অতৃপ্ত আত্মা

6

ইদি আমিন :

তার ছিঁড়ে গেলে থাকে কি সুর…
বীণার অতৃপ্ত আত্মা
ঘুরে বেড়ায় মধুপুর।

নেই হৃদয় ছুঁয়ে যাওয়া গান,
বীণা হারিয়ে ফেলেছে
সেই উৎফুল্ল প্রাণ!

অতৃপ্ত পৃথিবীতে অমাবস্যার কালে,
স্বরলিপি রচিতে চেয়েছিল
শব্দচাষী বীণার তালে।

নিস্তব্ধ চারদিক অমৃত আত্মার মরন,
আবেগ তাড়িত বুকের
পাঁজর ভেঙে হৃদয়ের রক্তক্ষরণ!

যখন ছিলো বীণার যৌবন,
বাঁধিত স্বরলিপি নৃত্য নূতন
হৃদয়-শরীর-দেহ-মন।

অতৃপ্ত আত্মা, সুর কি
তুলতে পারে বীণায়!?

অস্তাচলে যাওয়াপ্রবীণতম সময়ে
নতুন করে বাঁধবে
বীণার নতুন স্বরলিপি উল্লাসিত জয়ে..

হয়তো কোন একদিন।