ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে ওসমানীনগরে সমমনা ইসলামী দলসমূহের উদ্যোগে রবিবার (৮ মার্চ) বাদ যোহর ওসমানীনগরের গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল গোয়ালাবাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজারে পথসভার মাধ্যমে শেষ হয়।
সমমনা ইসলামী দল সমূহ ওসমানীনগরের প্রধান সমন্নয়কারী ও উপজেলা জমিয়তের সেক্রেটারী হাফিয মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও উপজেলা আন্জুমানে আল ইসলাহ সেক্রেটারী মাওলানা আব্দুল মতিন গজনবীর পরিচালনায় বক্তব্য রাখেন, আন্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ছারওয়ারে জাহান, সিলেট জেলা জমিয়তের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা কাজী আমীন উদ্দীন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাদীসুর রহমান, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী ডা. হাবীবুর রহমান জাহান। উপস্থিত ছিলেন সমন্নয় কমিটির সদস্য, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, উপজেলা জাতীয় ইমাম সমিতি সভাপতি মাওলানা আবুল বাশার,মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী ইয়াহইয়া মাহমুদ, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের জয়েন্ট সেক্রেটারী মাওলানা শাহ্ ফয়ছল আমীন, উপজেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুখতার আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম, দারুল আযহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দীন মিলাদ, উপজেলা তালামীযে ইসলামীয়ার সভাপতি মাহবুব খান, উপজেলা যুব জমিয়তের সেক্রেটারী হাফিয মনসুর আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিয ইমাদ বিন রফিক, উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি হাফিয রুহুল আমীন জাকারিয়া, উপজেলা ছাত্র আন্দোলনের আলবাব চৌধুরী, উপজেলা যুব ফোরামের সদস্য জাহান মিয়া, হা-মীম আহমদ, ফয়সল আহমদ, শ্রমিকলীগের এখলাছুর রহমান, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ হুসাইন।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়া গলমুকাপনের মুহাদ্দিস মাওলানা ইমাদ উদ্দীন, জামেয়া শেরপুরের শাইখুল হাদীস মাওলানা গিয়াস উদ্দীন, জামেয়া উমরপুরের শিক্ষাসচিব মাওলানা মাহমুদুল হাসান সেলিম, জামেয়া দয়ামীরের শিক্ষাসচিব মাওলানা হুসাইন আহমদ, গোয়ালাবাজারের সাবেক কাজী মাওলানা কাজী আব্দুস সালাম রশিদী, কাদিপুর মাদরাসার মুহতামীম মাওলানা আহমদ উল্লাহ, ভাড়েরা মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুস সামাদ, লামাপাড়া মাদরাসা শিক্ষক মাওলানা মঈনুল ইসলাম, হাজীপুর মাদরাসা মুহতামীম মাওলানা মোস্তফা আহমদ, কুরুয়া মাদরাসার হাফিয মাওলানা ফারুক আহমদ, বড়ধিরারাই মাদরাসার মুহতামীম মাওলানা জিয়া উদ্দীন, জামেয়া তাজপুরের শিক্ষক হাফিয মাওলানা মুকদ্দছ আলী, নুরুল কোরআন তাজপুরের মুহতামীম হাফিয আব্দুল কুদ্দুস, পূর্ব মোবারকপুর মাদরাসার মুহতামীম মাওলানা মঈনুদ্দীন, গ্রামতলা মাদরাসার শিক্ষক মাওলানা আবু ইউসুফ শিবলী, প্রথমপাশা মাদরাসার মুহতামীম মুফতি হুমাইদি হুসাইন, আন-নূর একাডেমীর পরিচালক ডা. শাহ সাজিদুর রহমান সালমান, ব্রাক্ষণগ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রব, মোল্লাপাড়া মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম, লতিফিয়া একাডেমী শিক্ষক আজাদ আলী, মিনা বেগম মাদরাসার শিক্ষক মাওলানা ইউনুস, শাহ জালাল একাডেমীর শিক্ষক মাওলানা তুহিন আহমদ, আল- কোরআন মেমোরিয়াজের শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি