নারী শিক্ষায় বিগত দিনের চেয়ে সিলেট অঞ্চল অনেক দূর এগিয়েছে -শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

59

DSC_0092সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাদেরকে শেকড়ের সন্ধান দিতে হবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস তাদেরকে জানাতে হবে। নারী শিক্ষায় বিগত ৬ বছরে সিলেট অঞ্চল অনেক দূর এগিয়েছে। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী হতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি গতকাল শনিবার সকালে নগরীর উপশহরস্থ শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট জেলা বার এর সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতি লাল গোপ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন। অন্যান্যের উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুক্তাদির, সহ-সভাপতি হাজী চুনু মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, কোষাধ্যক্ষ হাফিজ ওয়াছিল আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মুজিবুর রহমান, এ.কে.এম বদরুল আমিন, মোঃ ছালিক উদ্দিন, জাফর ইকবাল তারেক, এম এ নূর হীরা, জনাব এ এম শাহ আলম চৌধুরী, এ কে এম শামছুন নুর, আপ্তাব আলী, আজাদ উদ্দিন ও সৈয়দ হাছিন আহমদ এবং বিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়ের হিসাব নিরীক্ষক নজরুল ইসলাম ও জনাব তারেক আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি