করোনা ভাইরাস ॥ তাজমহল বন্ধ রাখার আবেদন

12

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাসের জেরে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ও দেশের আরও কয়েকটি পর্যটনস্থল বন্ধ রাখার আবেদন করা হয়েছে। আগ্রা পুরসভার মেয়র নবীন জৈন তাজমহলসহ যে সমস্ত জায়গায় বিদেশি পর্যটকদের ভিড় বেশি হয়, সেসব জায়গা আপাতত বন্ধ রাখার আবেদন করেছেন।
আগ্রার মেয়র নবীন জৈন জানিয়েছেন, বড় সংখ্যক বিদেশি পর্যটক আগ্রায় আসেন তাজমহল দেখতে। বিদেশিদের থেকেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাজমহল ও আরও কয়েকটি মনুমেন্ট বন্ধ রাখার জন্য ভারত সরকারের কাছে আবেদন করছেন।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা আরও বাড়িয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এখনো পর্যন্ত আক্রান্ত দেশগুলি থেকে এই রাজ্যে আসা ২ হাজার ৯১৫জন পর্যটককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এদের সবার ওপর নজর রাখা হচ্ছে। এদের মধ্যে ৭১৩ জনের কোনো সমস্যা নেই।
এছাড়া ৭০৮ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। ৩ জনের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।