ওসমানী হাসপাতালের দুনীর্তিবাজ নার্স চক্রের দুই সদস্য কারাগারে

12

স্টাফ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুনীর্তিবাজ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নগরীর শামীমাবাদ এলাকার আ/এ- ৬৪ নং বাসার বাসিন্দা মো.আব্দুল হান্নানের পুত্র স্টাফ নার্স তাজুল ইসলাম ও একই এলাকার ১২ নং বাসার বাসিন্দা মুসলিম খলিফার পুত্র স্টাফ নার্স রেজাউল করিম। গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অফিস সহকারী নূর মোহাম্মদ, সিনিয়র স্টাফ নার্স তাজুল ইসলাম, রেজাউল করিম, স্টাফ নার্স নূরুল ইসলাম ও অফিস সহকারী ওয়াহিদুর রহমান সহ একটি চক্র। এদের মধ্যে রেজাউল ওসমানী হাসপাতালে এবং বাকি চারজন ওসমানীর আওতাধীন সদর ও সংক্রামক ব্যাধি হাসপাতালে কর্মরত আছেন। সম্প্রতি তাদের দূনীর্তির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের হাতে হামলার শিকার হয়েছেন এক ব্যাক্তি। পরে ওই ব্যাক্তিকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই লোক বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- কোতোয়ালী সি আর ৫৫৪/১৯। মামলাটি দীর্ঘ তদন্তের পর আদালতে চার্জশীট দাখিল করে কোতোয়ালী থানা পুলিশ। গত ৫ মার্চ বৃহস্পতিবার মামালার শুনানি শেষে আদালত ওই চক্রের ৫ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক ২ পলাতক আসামীকে গ্রেফতার করেন।