স্টাফ রিপোর্টার :
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে কামাল উদ্দিন জামে মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১টায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় কামাল উদ্দিন জামে মসজিদের নির্মাণ কাজের জন্য নগদ এক লক্ষ টাকা ও মসজিদের নির্মাণ ব্যয়ে ক্রমান্বয়ে অর্থ প্রদানের সহযোগিতার আশ^াস দেন পররাষ্ট্রমন্ত্রী।
কামাল উদ্দিন জামে মসজিদের ভূমিদাতা দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী মসজিদের ফিতা টেনে এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সেখানে এক দোয়া অনুষ্ঠিত হয়। এতে সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রউফ দোয়া পরিচালনা করেন।
ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মহুয়া মমতাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলওয়ার হোসেন, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোচ্ছা: নেছারুন নেছা, কামাল উদ্দিন জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল হান্নান, কামাল উদ্দিন জামে মসজিদের সহ-সভাপতি আলাউদ্দিন, দিলওয়ার আহমদ, শমছুল আবেদীন, সেক্রেটারী ডা: জালাল আহমদ, কোষাধ্যক্ষ রায়হান আহমদ, সদস্য মাওলানা মোতাওয়াক্কিল বিল্লাহ, আয়নাল মিয়া, সদস্য মনির উদ্দিন, কুনু মিয়া, ইমান আলী, হেলাল আহমদ, সাহাবু্িদ্দন, বশির আহমদ, ফয়ছল আহমদ, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলা উদ্দিন, এলাকার স্থানীয় বিশিষ্ট মুরব্বী মো: মতিন খাঁ, এস এম তারা মিয়া, বিলাল আহমদ, জয়নাল আবেদীন, আব্দুর নুর, আব্দুল করিম, রফিকুল ইসলাম, আজির উদ্দিন ও হাবিবুর রহমান ধন মিয়া প্রমুখ।
পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে পরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।