বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সিলেট অঞ্চল পর্ব সম্পন্ন হয়েছে। শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জীববিজ্ঞানের আকর্ষণে এই উৎসবে সামিল হয়েছিল সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮শ শিক্ষার্থী। এই উৎসবের আয়োজক সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও)। সিলেট থেকে ১৫১ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন সিকৃবি’র উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। এসময় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড, আঞ্চলিক কমিটি ও সমকালের পতাকা উত্তোলন করেন যথাক্রমে বিডিবিও সভাপতি প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, অলিম্পিয়াডের আঞ্চলিক আহ্বায়ক প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড ও সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী। সবশেষ প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি’র ডীন প্রফেসর ড. ¯েœহাংশু শেখর চন্দ, ডীন প্রফেসর ড. রুহুল আমিন, ডীন প্রফেসর ড. সানজিদা পারভিন, ডীন প্রফেসর ড. রুমেজা খাতুন, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব প্রমুখ। এরপর অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এক ঘন্টার পরীক্ষায় অংশ নেয়।
এই আয়োজনে বিশেষ সহযোগী কথাপ্রকাশ, প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও কারিগরি সহযোগী ল্যাববাংলা। এবারের উৎসবের শ্লোগান- ‘সূর্যোদয়ের দেশে হোক নতুন সূর্যোদয়।’ বাংলাদেশে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে বিজয়ীরা জাপানে অনুষ্ঠেয় এবারের আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে।
পরীক্ষা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিডিবিও’র সিলেট আঞ্চলিক সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন। সিকৃবি’র সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তৃতা করেন সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী ও অলিম্পিয়াডের বিশেষ সহযোগী কথাপ্রকাশের প্রোগ্রাম কর্মকর্তা এসএম শাহরিয়ার মাসুদ। স্বাগত বক্তৃতা করেন বিডিবিও’র আঞ্চলিক সেক্রেটারি সৈয়দ জাহিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, বর্তমান শতাব্দী জীববিজ্ঞানের শতাব্দী। এই শতাব্দীতে জীববিজ্ঞান সবচেয়ে বেশি এগিয়ে যাবে। কৃষিপ্রধান বাংলাদেশে বিজ্ঞানের সকল শাখার মধ্যে জীববিজ্ঞানের অবদান সবচেয়ে বেশি বলে উল্লেখ করে তিনি বলেন, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। সুশিক্ষা অর্জন করলে প্রশিক্ষণের দরকার পড়ে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষার মাধ্যমে জীববিজ্ঞানে বাংলাদেশকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে। বিজ্ঞপ্তি