বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, অবৈধ পশুর হাট আর নেই

10

মাহবুব আহমদ খান বিয়ানীবাজার থেকে :
বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালত মাত্র ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। বিয়ানীবাজার- সিলেট আঞ্চলিক মহাসড়কের মেওয়া, কাকরদিয়া- তেরাদল এলাকার পশুর অবৈধ হাটের কথা। আদালতের সময়ের মধ্যেই অবৈধ হাট সরিয়ে নিয়েছে সংশ্লিষ্টরা। গত বুধবার উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জেছমিন আক্তার। একদল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছিলেন। আদালতের অভিযান চলাকালে পশুর মালিক ও অবৈধ হাটের সংশ্লিষ্টদের ২৪ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছিলো। গতকাল বৃহস্পতিবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বেঁধে দেয়া সময়ের মধ্যে হাটগুলো সরিয়ে নেয়া হয়েছে।
তবে অভিযান চালানো এলাকায় হাট সরিয়ে ফেলা হলেও সড়কের জলঢুপ, থানাবাজার, আষ্টসাঙ্গন, মোল্লাপুরসহ বেশ কিছু এলাকায় এখনো রয়েছে পশুর অবৈধ হাট। সড়কের পাশে থাকা এসব হাটে পশু বেচাকেনা হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এছাড়া বিয়ানীবাজার-সারপার, বিয়ানীবাজার-চন্দরপুর এবং বিয়ানীবাজার-শিকপুর সড়কের ফেনগ্রাম (ওয়াব আলীর দোকান), মাথিউরা নালবহর ও মাথিউরা ঈদগাহ বাজার, তিলপাড়া এলাকাসহ আরো কিছু এলাকার সড়কের পাশে পশুর অবৈধ হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও সরকার নির্ধারিত হাট ইজাদারদের দাবি এসব অবৈধ হাট দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করতে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেছমিন আক্তার বলেন, যারা সড়কের পাশে পশুর অবৈধ হাট বসিয়েছে তাদের সময় বেঁধে দিয়েছিলাম। তারা নির্ধারীত সময়ের আগেই সরিয়ে ফেলেছেন। তবে যারা এখনো সড়কের পাশ থেকে অবৈধ হাট সরাননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।
তিনি আরোও জানান, অভিযানে সরকারের অনুমতি ছাড়া অবৈধ হাট যাওয়া গেছে আর্থিক জরিমানাসহ কারাদন্ড প্রদান করা হবে।