স্টাফ রিপোর্টার :
নগরী রায়নগর ও দক্ষিণ সুরমা এলাকায় পৃথক অভিযানে গ্রেফতারকৃত ৫ ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গতকাল রবিবার গ্রেফতারকৃতদের পুলিশ সিলেট মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতকের ঝিগলী গ্রামের আব্দুন নুরের পুত্র বর্তমানে শাহপরান থানার গোলাপবাগের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৪), হবিগঞ্জের লাখাই উপজেলার মুরাপুরি গ্রামের মৃত সাবু মিয়ার পুত্র বটেরতলের বাসিন্দা করম আলী (৩০) ও শাহপরান থানার কল্লোগ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র সোয়েব আহমদ নয়ন (২৬), একই থানার সুরমা গেইটের খায়রুল ইসলামের পুত্র মো: ছায়েদুল ইসলাম ও কুশিঘাটের মৃত লোকমান মিয়ার পুত্র আলাল হোসেন (২৭)।
জানা গেছে, গত শনিবার দুপুর ১ টার দিকে ধোপাদীঘিরপারস্থ ওসমানী স্মৃতি জাদুঘরের বিপরীতে আছমা হোটেলের সামনে মশিউর রহমান নামের এক ব্যক্তির এক লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের শিকার হন। ঘটনার পরপরই কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে, এসআই বিষ্ণুপদ রায় ও এসআই কামরুল হুদা নাঈম একদল ফোর্স নিয়ে সিলেট শহরের একাধিক স্থানে অভিযান চালান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার সময় নগরীর রায়নগর এলাকা হতে উপরোক্ত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ নগদ ১ লাখ ১৬ হাজার টাকা, ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী ও ১টি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমার কুইন্স টাওয়ারের মহুয়া এন্টার প্রাইজের মশিউর রহমান বাদী হয়ে গতকাল রবিবার কোতোয়ালী থানা মামলা দায়ের করেন। নং-২৮, তাং-১৬/০২/২০২০। রবিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, গত শনিবার রাত ২ টার দিকে মোগলাবাজার থানা পুলিশের একটি দল গোটাটিকর এলাকায় ছিনতাইকারী সোয়েব আহমদ নয়ন, মোঃ ছায়েদুল ইসলাম আকাশ ও আলাল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত লাল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করেন। পরবর্তীতে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তাদের দেওয়া তথ্যমতে এবং লুন্ঠিত মোবাইল ফোন কল্লোগ্রাম হতে উদ্ধার করে পুলিশ।