মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ী ও সিলেটের কোম্পানিগঞ্জ থেকে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) ও সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও এএসপি মো. আব্দুল খালেক ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে মৌলভীবাজার জেলার জুড়ী থানাধীন সাগরনাল সাকিনস্থ চৌমুহনী আজাদ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে ৬৫২ পিস ইয়াবাসহ ১ জন ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল সাকিনস্থ ভোলাগঞ্জ টু সিলেট গামী মহাসড়কে ‘শাহপরান ফিলিং ষ্টেশন ২’ এর সামনে থেকে ২৭০ পিস ইয়াবাসহ আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মিজান মিয়া (২৩), পিতা-মো. নাছির উদ্দিন, সাং-দক্ষিণ ভোড়দেও, থানা- কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট। আলাউদ্দিন(২৫), পিতা- মহরম আলী, সাং-কোনাগাঁও, থানা- জুড়ী, জেলা-মৌলভীবাজার।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে মৌলভীবাজার জেলার জুড়ী থানায় ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।