জয় দিয়ে শুরু পাকিস্তানের মেয়েদের

10

স্পোর্টস ডেস্ক :
নারী এশিয়া কাপের এবারের আসরটা জয়ে শুরু করল পাকিস্তানের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাটে মালয়েশিয়ার মেয়েদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৫৭ রান তুলে মালয়েশিয়া। জবাবে খেলতে নেমে ৬৬ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি মালয়েশিয়ার ব্যাটাররা। ব্যাট হাতে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজি থাকেন ইলসা হান্টার। ৫১ বলে খেলা তার এই ইনিংসটি ৩টি চার সাজানো। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান এসেছে ওয়ান জুলিয়ার ব্যাট থেকে।
বাকি নয় ব্যাটারের মধ্যে কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি কেউই। শুধু তাই নয় কোনো রান তুলেই সাজঘরের পথ ধরেছেন মোট পাঁচজন ব্যাটার।
পাকিস্তানের পক্ষে ১৯ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ওমাইয়া সোহেল। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট নেন তুবা হাসান। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুইজন বোলার।
মাত্র ৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি পাকিস্তানি ব্যাটাররা। ওপেনিং জুটিতেই আসে ৪৫ রান। ২৩ বলে ৩১ রানে আউট হন সিদ্রা আমিন। পরে মুনেবা আলি ও বিসমাহ মারুফ মিলে জয় তুলে নেন। ২৩ বলে ২১ রানে মুনেবা ও ৮ বলে ৮ রানে বিসমা অপরাজিত থাকেন।