স্টাফ রিপোর্টার :
বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের আওতাধীন স্টেকহোল্ডারদের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, ইদানিং এক শ্রেণীর অসাধু চক্র বিএসটিআই এর নাম ব্যবহার করে কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ফি’র নামে কৌশলে মোবাইলে ফোন করে অর্থ দাবী করছে। আবার অনেকেই এদের খপ্পরে পড়ে প্রতারিতও হচ্ছেন। এ ধরনের অসাধু চক্রের প্ররোচনায় আর্থিক লেনদেন করা হতে বিরত থাকার জন্য স্টেকহোল্ডারদের সিলেট বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান ও উপ-পরিচালক প্রকৌ: মো: রুহুল আমীন অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, সিলেট বিএসটিআই অফিসের বিকাশ, ইউক্যাশ, রকেট, শিউরক্যাশ ইত্যাদির মাধ্যমে কোন প্রকার আর্থিক লেনদেন করা হয় না। ডিডি/পে অর্ডার কিংবা নগদে রশিদ প্রদান সাপেক্ষে ফি গ্রহণ করা হয়ে থাকে।