পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেট চেম্বার কর্তৃক গৃহীত বাজার পরিদর্শন কর্মসূচীর অংশ হিসেবে গত রবিবার সিলেট চেম্বার নেতৃবৃন্দ কাজিরবাজার ও রিকাবীবাজারে বাজার পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও ভোক্তা সাধারণকে ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সিলেট চেম্বার বাজার পরিদর্শন কর্মসূচী গ্রহণ করেছে। তিনি এ কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য বিএসটিআই, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সাংবাদিক ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানান। তিনি পাইকারী বাজারের সাথে সঙ্গতি রেখে সহনীয় পর্যায়ে মুনাফা গ্রহণ করে খুচরা বাজারে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। ব্যবসায়ীগণ বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ, বিএসটিআই এর সহকারী পরিচালক প্রকৌশলী রকিবুল হাসান রিপন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, চন্দন সাহা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, কাজিরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল হক জাহাঙ্গীর, শাহীন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী শাহীন আহমদ, শফিকুর রহমান, আব্দুল মতিন, আব্দুস সামাদ মান্না, কাজিরবাজার মাছ বাজার সমিতির বাপ্পী আহমদ, রিকাবীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা এবং বিভিন্ন প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি