করোনায় চিকিৎসা ব্যবস্থা ও ফ্রন্ট লাইনের যোদ্ধাদের নিয়ে জাগো সিলেটের বিবৃতি

13

করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক ও ফ্রন্ট লাইনের যোদ্ধাদের নিয়ে বিবৃতি দিয়েছেন জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন আলো ও সাধারণ সম্পাদক নান্টু চন্দ। ১৮ জুন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট সহ সারা দেশে গত কিছুদিন থেকে চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ করেছেন অনেকে। আর এ খবর বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নেতৃবৃন্দরা বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ নেই, তারপরও হাসপাতালের পর হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে মানুষকে। শিশু থেকে শুরু করে সব বয়সের রোগীদের ক্ষেত্রেই ঘটছে এমন দুঃখজনক ঘটনা। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সিলেট সহ সারা দেশের হাসপাতালগুলো সাধারণ রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে। কোনো ধরনের করোনা উপসর্গ না থাকার পরও কেন রোগী ভর্তি করা হবে না, তা আমাদের বোধগম্য নয়। আদালতের নির্দেশনার কথা বাদ দিলেও হাসপাতালের কাজই তো চিকিৎসা দিয়ে মানুষের জীবন রক্ষার চেষ্টা করা। কিন্তু কেন? সরকার দিয়েছে লাইসেন্স বাতিলের হুমকি; কিন্তু তারপরও যেহেতু রোগীদের ভর্তি না করে ফেরত পাঠাচ্ছে বিভিন্ন হাসপাতাল, সুতরাং এখন কার্যকর পদক্ষেপে না যাওয়ার বিকল্প নেই। আর একজন রোগীও হাসপাতালে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় মারা যাবে না- এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি নেতৃবৃন্দ বলেন, যারা এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে থেকে করোনা সংক্রমণকারীদের দ্বারা আক্রান্ত হয়েও সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আগামীতে ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসুন আমরা সবাই মিলে দেশের এই কঠিন সময়ে একে অন্যের পাশে দাঁড়াই। বিজ্ঞপ্তি