জগন্নাথপুরে ১০ গ্রামের শালিসি ব্যক্তিদের হস্তক্ষেপে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা

115

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে ১০ গ্রামের শালিসি ব্যক্তিদের হস্তক্ষেপে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে পতিত জমি দখল নিয়ে মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া ও আবুল হোসেনের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে ২০ জানুয়ারি রাতে স্থানীয় ভাবে শালিস বৈঠক বসলেও উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি হয়নি।
অবশেষে ২১ জানুয়ারি মঙ্গলবার এলাকায় হাক-ডাক দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে চ্যালেঞ্জ করে দুই পক্ষের প্রায় ৩ শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের জন্য আহবান জানিয়ে প্রস্তুতি নেয়। বড় ধরণের এ সংঘর্ষের খবর মুহুর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত ছুটে আসতে থাকেন বিভিন্ন গ্রামের লোকজন। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার সময় হাজির হন মোহাম্মদপুর, খাশিলা, আটপাড়া, ইসলামপুর, সাদিপুর গ্রামের ফখরুল হোসেন, হায়দরপুর গ্রামের ময়না মিয়া, সাংগিয়ারগাঁও গ্রামের মিজানুর রহমান, বালিকান্দি গ্রামের শুকুর আলী, মজিদপুর গ্রামের কাচা মিয়া, ঘোরারগাঁও গ্রামের ফজর আলী সহ ১০ গ্রামের শালিসি ব্যক্তিরা। তাঁদের প্রাণপন প্রচেষ্টায় বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী। তা না হলে বড় ধরণের সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হতো বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ নিয়ে আগামী শনিবার স্থানীয় ইউপি সদস্য অর্জুন দাসের বাড়িতে শালিস বৈঠক হওয়ার কথা রয়েছে।