ছাতকে নৈশ প্রহরীকে হত্যা করে রেলওয়ে গুদামের মালামাল লুট

4

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে নৈশ প্রহরীকে হত্যা করে রেলওয়ে গুদামের মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে গুদাম সংলগ্ন শেড থেকে নৈশ প্রহরী ফকরুল আলমের লাশ উদ্ধার করে থানা পুলিশ। তিনি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল খালেক পাটোয়ারীর পুত্র ও ছাতক রেলওয়ের নির্বাহী প্রকৌশলীর অধীনস্থ নিরাপত্তা প্রহরী। সে রেলওয়ের কলোনীর ১৪(এ) নং বাসায় বসবাস করতো।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে রাত ১০ থেকে রেলওয়ে গোদাম সংলগ্ন শেডে অবস্থান করছিলেন ফখরুল আলম। মঙ্গলবার সকালে শেডের মাঝে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ের সিএসপি বিভাগের ওয়লডার কামাল হোসেন ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (অ.দা.)/ কার্য আব্দুন নূরকে মোবাইল ফোনে ঘটনাটি অবিহিত করে। দুর্বৃত্তরা নৈশ প্রহরী ফখরুল আলমকে হত্যা করে রেলওয়ের ৩, ৪ ও ৫ নং গোদামের তালা ভেঙ্গে কয়েক লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।