সিলেটে শ্রম আদালতের কার্যক্রম চালু, শ্রম আইন বাস্তবায়ন ও প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করার লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৯৩৩ এর জেলা সভা গত ১৮ জানুয়ারি শনিবার রাত ৮টায় সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়া’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুগ্ম সম্পাদক রমজান আলী পটু। সভায় উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা মোঃ মিজান মিয়া, মোঃ আনু মিয়া, সহ সভাপতি জুলফিকার আলী ভুট্টু, সিনিয়র সদস্য মোঃ আলমাছ মিয়া, প্রচার সম্পাদক ফজলুর রহমান সাজু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ মিয়া প্রমুখ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবী ও সংগ্রামের মধ্য দিয়ে সিলেটে শ্রম আদালতের কার্যক্রমের প্রজ্ঞাপন হলেও এখন পর্যন্ত লক্ষ লক্ষ শ্রমিক আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এরপরেও আদালতের কার্যক্রম চালু হচ্ছে না। নেতৃবৃন্দ আরো বলেন, হোটেল সেক্টরে বাংলাদেশে প্রচলিত শ্রম আইনের যে সকল আইনগত অধিকার পাওনা তা থেকে মালিকরা আইনের প্রয়োগ না থাকার কারণে শ্রমিকদেরকে আইনগত অধিকার থেকে বঞ্চিত করছেন। শ্রম আইন বাস্তবায়ন ও শ্রম আদালত কার্যক্রম চালুর দাবিতে আগামীতে ধারাবাহিক কর্মসূচি, উপজেলা, থানা ও আঞ্চলিক কমিটির সভা, বর্ধিত সভা, কর্মী সভা ও সমাবেশের মাধ্যমে এই দাবীতে কর্মসূচি গ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি