সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমদ বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাই আজ দেশব্যাপী মুজিববর্ষ পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সিলেটের বিচারপ্রার্থী মানুষরা যাতে ন্যায় বিচার পান সেই জন্য আমরা সকলেই আন্তরিকতার সাথে নিজ নিজ স্থান থেকে মানুষের কল্যাণে ন্যায় বিচারের স্বার্থে কাজ করে যেতে হবে। যাতে কোন বিচার প্রার্থী মানুষ হয়রানির শিকার না হয়।
তিনি বলেন, মুজিববর্ষের অঙ্গিকার হোক বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত না করে সুবিচার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিলেটের কার্যালয়ের হলরুমে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-এ সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভুইয়া, অঞ্জন কান্তি দাস, মো. হারুনুর রশিদ, বেগম লায়লা মেহের বানু, বেগম ফারজানা শাকিলা সুমু চৌধুরী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নওরীন করিম, আনোয়ার হোসেন সাগর, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আমজাদ হোসেন, ডা. মো. শামসুল ইসলাম, ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কবিরুল হাসান, দুদক সিলেটের সহকারী পরিচালক মঞ্জুর আলম চৌধুরী, র্যাব-৯ এর এএসপি মো. আনোয়ার হোসেন, এএসপি সার্কেল আব্দুল করিম, এএসপি রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মো. আমিনুল ইসলাম, এএসপি মাহবুবুল আলম, ডা. জলিল কামরান খোকন, কোট ইন্সপেক্টর সৈয়দ শফিকুল ইসলাম মুকুল, মজিবুর রহমান চৌধুরী, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর, বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা, কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, ডিবি ওসি আশীষ কুমার মৈত্র, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবুন নাছের, ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক, ডিবি ওসি সাইফুল আলম, ব্লাস্ট এর কোঅর্ডিনেটর মো. ইরফানুজ্জামান চৌধুরী, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, ডিএফও সিলেটের প্রতিনিধি মো. নজরুল ইসলাম, ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা সত্যজিৎ কুমার দাস, ডেপুটি জেলার ফেরদৌস মিয়া, জৈন্তা থানার ওসি শ্যামল বণিক, গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ, কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু, সিআইডি ওসি রোকেয়া খানম প্রমুখ। বিজ্ঞপ্তি