মহিউদ্দিন বিন্ জুবায়েদ
তুমি দেশে নেই…
বাড়ন্ত সব কিছু যেন থুবড়ে পড়েছিল
পাখিরাও বাকরুদ্ধ ।গান ধরছিল না
পথ চেয়ে থাকি
এক্কা দোক্কার মতো দিন পেরিয়ে যায়
গ্রীষ্ম বর্ষা .. বসন্তের দিনগুলি।
অবশেষে..
নব সূর্যের মতো স্বদেশ প্রত্যাবর্তন তোমার
ডায়রীর পাতায় জানুয়ারীর দশ তারিখ।
গাছ লতা পাতা সজিবতায়
জেগে ওঠলো। পাখিরা গান ধরলো।
তোমাকে পেয়ে বঙ্গবন্ধু…